Covid-19 মোকাবিলায় ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রয়োজনীয় সমস্ত সুরক্ষার দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতাঃ- পৃথক তিনটি সংগঠনের যৌথ আহ্ববানে আজ (১৩.০৫.২০) সারা রাজ্য জুড়ে দাবি দিবস পালন করলো আশা কর্মী, ANMR, অক্সিলিয়ারি নার্সরা।
সংগঠনের পক্ষ থেকে সারা রাজ্যের কয়েক হাজার কর্মীরা এদিন জেলার প্রশাসনিক দপ্তর গুলিতে স্বাস্থ্য বিধি মেনেই ডেপুটেশন কর্মসূচি নেয়। সংগঠন গুলির পক্ষে ইসমত আরা খাতুন জানান সারা বিশ্বের সাথে আমাদের দেশের জনগণ করোনার সাথে লড়াই করছে,সেই লড়াই এ সামনে থেকে যারা লড়াই করছে সরকার তাদের সুরক্ষার প্রশ্নে যথেষ্ঠ সচেতন নয়, আমরা আজ এই অবহেলার বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছি।
সংগঠনের পক্ষ থেকে আশা কর্মীদের নূন্যতম ১০ হাজার টাকা বেতন ও প্রয়োজনীয় সুরক্ষা, কর্মক্ষেত্রে কাজে নিরাপত্তা ও ANMR দের Nursing Cadre এর মর্যাদা দেওয়ার দাবি করা হয়।
সংগঠনের পক্ষ থেকে সারা রাজ্যের কয়েক হাজার কর্মীরা এদিন জেলার প্রশাসনিক দপ্তর গুলিতে স্বাস্থ্য বিধি মেনেই ডেপুটেশন কর্মসূচি নেয়। সংগঠন গুলির পক্ষে ইসমত আরা খাতুন জানান সারা বিশ্বের সাথে আমাদের দেশের জনগণ করোনার সাথে লড়াই করছে,সেই লড়াই এ সামনে থেকে যারা লড়াই করছে সরকার তাদের সুরক্ষার প্রশ্নে যথেষ্ঠ সচেতন নয়, আমরা আজ এই অবহেলার বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছি।
সংগঠনের পক্ষ থেকে আশা কর্মীদের নূন্যতম ১০ হাজার টাকা বেতন ও প্রয়োজনীয় সুরক্ষা, কর্মক্ষেত্রে কাজে নিরাপত্তা ও ANMR দের Nursing Cadre এর মর্যাদা দেওয়ার দাবি করা হয়।
No comments