দিল্লীতে বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিল
শিক্ষার বেসরকারিকরণ, বানিজ্যিকিকরণ, কেন্দ্রীকরণ ও সাম্প্রদায়িকীকরণের প্রতিবাদে এআইডিএসও সহ পাঁচ বামপন্থী ছাত্র সংগঠনের ভাকে পার্লামেন্ট মার্চ। অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের সাথে বক্তব্য রাখেন এআইডিএসও'র সাধারণ সম্পাদক কমরেড অশোক মিশ্র, সহ সভাপতি কমরেড মুকেশ সেমওয়াল, দিল্লি রাজ্য সম্পাদক কমরেড শ্রেয়া সিং। ১৮ ফেব্রুয়ারি।
No comments