Header Ads

Header ADS

পূর্ব মেদিনীপুর জেলার পান চাষীদের দাবিপত্র জেলাশাসক কে

নিজস্ব সংবাদদাতাঃ-  পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত পান যাতে বেচাকেনা হয়, সেই দাবি নিয়ে আজ জেলাশাসকের কাছে দরবার করল পানচাষি সমন্বয় সমিতি। সাথে সাথে হটিকালচার অফিসারের কাছেও ডেপুটেশন দেওয়া হয়।
১৩মে,তমলুকে জেলাশাসকের দপ্তরে পান চাষীরা  

পানচাষি সমন্বয় সমিতির নেতা বিবেকানন্দ রায় জানান,  একই সাথে ডি এম ও হটিকালচার অফিসার  আমাদের কথা শুনেছেন। যাতে সমস্ত চাষী পান বিক্রি করতে পারে, সঠিক দাম পায়, সেই দাবি আমরা জানিয়েছি।  স্বাস্থ্যবিধি মেনে পান বিক্রির ব্যবস্থা করার আমরা দাবি জানিয়েছি। আজকের প্রতিনিধিত্ব আকারে যে আন্দোলন চলছে, সমস্যার সমাধান না হলে সমস্ত চাষীদের নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়বে, তার দায়িত্ব নিতে হবে  প্রশাসনকে।'
আজকে পূর্ব মেদিনীপুরের পান চাষী সমন্বয় সমিতির নেতৃত্ব দিয়েছেন সভাপতি -বিবেকানন্দ রায় এবং সদস্য প্রবীর প্রধান, বাদল পাত্র, সামসাদ খান ।





No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.