মিড ডে মিলে পুষ্টিকর খাদ্য সরবরাহের দাবি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির
১৩ মে, ২০২০,তমলুক: বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি(বি পি টি এ)-র উদ্যোগে করোনা জনিত উদ্ভূত পরিস্থিতিতে আজ ১৩ মে ২০২০ "সারা বাংলা দাবী দিবস" এর ডাক দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে মুখ্যমন্ত্রীর নিকট দাবীপত্র পেশ পাশাপাশি জেলাশাসক, ডি আই, সংসদ সভাপতি এবং বিভিন্ন চক্রের এস আই মহাশয়ের নিকট একই দাবীপত্র পেশ করা হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলাশাসক দপ্তরে ডেপুটেশনে সমিতির জেলা সম্পাদক সতীশ সাউ-এর নেতৃত্বে, জেলা সহ সম্পাদক সৌমিত্র পট্টনায়ক,শিক্ষিকা চন্দনা দাস, স্বপন কুমার মন্ডল,অশ্বিনী সামন্ত, হরিপদ হাজরা, মৌমিতা প্রামানিক,দেবকুমার দাস, মোহন মাজি প্রমুখদের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।
বি পি টি এ -এর জেলা সম্পাদক সতীশ সাউ বলেন, "সরকার মিড ডে মিলের বদলে পুষ্টি কর খাদ্য না দিয়ে কেবল চাল অালু দিচ্ছে। উপযুক্ত মানের 'মডেল অ্যাক্টিভিটি টাস্ক' না দিয়ে দায়সারা কাজ করছে। তাও ছাত্র ছাত্রীদের কাছে পৌছানোর ব্যবস্থা নেই। এরমধ্যে 'সবাই পাশ' বলে ঘোষণা করে দেওয়া হল। ফলে পড়ুয়াদের স্বাস্থ্য এবং শিক্ষা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ওপর সম্প্রতি মদের দোকান খোলায় করোনা সংক্রমণ যেমন বাড়বে তেমনি সামাজিক পরিবেশ ও কলুষিত হবে। সরকার অবিলম্বে এসব ক্ষেত্রে সদর্থক ভূমিকা না নিলে পুনরায় দীর্ঘস্থায়ী অান্দোলন গড়ে তোলা হবে। "
পূর্ব মেদিনীপুর জেলাশাসক দপ্তরে ডেপুটেশনে সমিতির জেলা সম্পাদক সতীশ সাউ-এর নেতৃত্বে, জেলা সহ সম্পাদক সৌমিত্র পট্টনায়ক,শিক্ষিকা চন্দনা দাস, স্বপন কুমার মন্ডল,অশ্বিনী সামন্ত, হরিপদ হাজরা, মৌমিতা প্রামানিক,দেবকুমার দাস, মোহন মাজি প্রমুখদের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।
বি পি টি এ -এর জেলা সম্পাদক সতীশ সাউ বলেন, "সরকার মিড ডে মিলের বদলে পুষ্টি কর খাদ্য না দিয়ে কেবল চাল অালু দিচ্ছে। উপযুক্ত মানের 'মডেল অ্যাক্টিভিটি টাস্ক' না দিয়ে দায়সারা কাজ করছে। তাও ছাত্র ছাত্রীদের কাছে পৌছানোর ব্যবস্থা নেই। এরমধ্যে 'সবাই পাশ' বলে ঘোষণা করে দেওয়া হল। ফলে পড়ুয়াদের স্বাস্থ্য এবং শিক্ষা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ওপর সম্প্রতি মদের দোকান খোলায় করোনা সংক্রমণ যেমন বাড়বে তেমনি সামাজিক পরিবেশ ও কলুষিত হবে। সরকার অবিলম্বে এসব ক্ষেত্রে সদর্থক ভূমিকা না নিলে পুনরায় দীর্ঘস্থায়ী অান্দোলন গড়ে তোলা হবে। "
No comments