Header Ads

Header ADS

আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের সহায়তায় এগিয়ে এলো ছাত্রসংগঠন এ আই ডিএসও

নিজস্ব সংবাদদাতাঃ- লকডাউন এর ফলে সারা ভারতবর্ষের সাধারণ খেটে খাওয়া মানুষ কাজ হারিয়েছে, আর্থিক কোনো রকম সহায়তা নেই। স্কুল-কলেজ সমস্তকিছুই বন্ধ এই পরিস্থিতিতে আসামের এ আই ডি এস ও'র উদ্যোগে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারের ছাত্র ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে খাতা, কলম ইত্যাদি সামগ্রী বিতরণ কার্যসূচির সূচনা হয় ।শহরের বিভিন্ন প্রান্তের ছাত্র ছাত্রীদের মধ্যে খাতা, কলম ইত্যাদি তুলে দেওয়া হয় সংগঠনের জেলা কার্যালয়ে । সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কার্যসূচি জেলার বিভিন্ন প্রান্তে চালিয়ে যাওয়া হবে, সূচনায় ২০০ জন ছাত্র ছাত্রীর মধ্যে সামগ্রী বন্ঠন করা হবে পরবর্তীতে সংখ্যা আরও বাড়বে । সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে কিছু ছাত্র দরদী ব্যক্তিদের আর্থিক অনুদানের ফলে এই কার্যসূচি হাতে নেওয়া সম্ভব হয়েছে । এ আই ডি এস ও পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি সরকারের কাছে দাবি জানানো হয় যে আর্থিক পেকেজ ঘোষণা করে সমস্ত ছাত্র ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে আগামী এক বছর মাসিক একহাজার টাকা স্টাইফেন হিসেবে দিতে হবে । এছাড়াও ছাত্র ছাত্রীদের কাছ থেকে কোন ধরনের মাশুল সংগ্রহ করা চলবে না ।


এই ধরনের আরও সংবাদ পাবার জন্য সাবস্ক্রাইব করুন 'সাম্যবাদী দৃষ্টিকোণ' ইউটিউব চ্যানেলটিকে এই লিঙ্কে https://www.youtube.com/channel/UC0OYxig1Jx1tB6lKBLtay0w… আমাদের ফেসবুক পেজ আন্দোলনের সংবাদ লাইক ও ফলো করুন, আপনাদের বন্ধুদের আমাদের পেজ https://www.facebook.com/indiaNews365/ লাইক করার আমন্ত্রণ জানান invite your friends অপশনে ।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.