AIDSO'র পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র সম্মেলন সফল করার আহ্বান
শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার্থে কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষা সংহারকারী নীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে শক্তিশালী করতে ৩১ আগষ্ট —২রা সেপ্টেম্বর কোচবিহারে AIDSO'র পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র সম্মেলন
সফল করার আহ্বান জানালেন ছাত্র নেতৃত্ব।
সফল করার আহ্বান জানালেন ছাত্র নেতৃত্ব।
ছাত্র নেতৃত্ব, গরীব মধ্যবিত্তের বাড়ির সন্তানদের কাছ থেকে শিক্ষা কেড়ে নেওয়ার সর্বনাশা চক্রান্ত প্রতিহত করতে ছাত্র আন্দোলনের একমাত্র শক্তি এআইডিএসও'র সদস্য হবার আবেদন জানান ৷ কোচবিহার শহরে এআইডিএসও'র একাদশ রাজ্য ছাত্র সম্মেলন উপলক্ষ্যে জেলায় জেলায় চলছে সদস্য সংগ্রহ ,বিদ্যাসাগর মহাশয়ের ছবি ও জীবনী নিয়ে প্রচারাভিযান ৷
এআইডিএসও'র একাদশ তম পশ্চিমবঙ্গ রাজ্য ও নবম সর্বভারতীয় সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিত হচ্ছে বিশেষ পুস্তিকা ।
No comments