২৭ শে ফেব্রুয়ারি সংসদ অভিযানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা প্রকাশ রাজ
আপনি ভাবছেন ২০১৯'এ সরকারে কে বসবে। যেই বসুক, বেকারত্ব, অনাহার, দারিদ্র, স্বাস্থ্যহীনতা, মূল্যবৃদ্ধি, নারী নির্যাতন আরো আরো বাড়বে আর সমস্যা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য শাসক ও তার স্বার্থরক্ষাকারী প্রচার মাধ্যম কখনো হিন্দু-মুসলিম, কখনো মন্দির-মসজিদ, কখনো সন্ত্রাসবাদ-যুদ্ধ এই দিকে দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইবে।
আপনি ভাবতে পারেন, ' আমাকে আমার মত থাকতে দাও ', ' ওসব রাজনীতির মধ্যে নেই বাবা '। কিন্তু সমস্যা আপনাকে ছাড়বে কি ?
সকল বেকারের চাকরির দাবি আদায়ে অল ইন্ডিয়া ডি ওয়াই ও আন্দোলনের আহ্বান নিয়ে এসেছে । ডাক দিয়েছে সংসদ অভিযানের ।
যুবক বন্ধুদের কাছে নেতৃত্বের আবেদন আপনার নিজের স্বার্থেই এই লড়াইয়ে সামিল হন কারণ লড়াই ছাড়া দাবি আদায়ের অন্য কোন পথ নেই। এই উপলক্ষে সুদূর দিল্লি থেকে কলকাতা সর্বত্র সংগঠনের কর্মীদের প্রচার তুঙ্গে। সংগঠন সূত্রে দাবি সমাজের সর্ব স্তর থেকে এই আন্দোলন কে সফল করতে তারা সাহায্য সহযোগিতা এবং উৎসাহ পাচ্ছেন। পার্লামেন্ট অভিযানের দিন উপস্থিত থাকতে পারেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা প্রকাশ রাজ।
এই আন্দোলন আরো তীব্রতর করতে হবে।
ReplyDeletegeneral people should have focus for future india and instance to world and history.
ReplyDelete