Header Ads

Header ADS

২৭ শে ফেব্রুয়ারি সংসদ অভিযানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা প্রকাশ রাজ


 2014 এর আগে দেশের ' চৌকিদার ' অনেক কিছুই বলেছিলেন কিন্তু সবই ' জুমলা ' । স্মার্ট সিটি, স্টার্ট আপ ইন্ডিয়া হয়নি, মেক ইন ইন্ডিয়া ব্যর্থ । বলেছিলেন, বছরে ২ কোটি বেকারকে কাজ দেবেন কিন্তু কাজ তো দেননি উল্টে লক্ষ লক্ষ মানুষের কাজ কেড়ে নিয়েছেন। নোটবন্দি আর কিছু না করুক ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ ডিসেম্বরের মধ্যে ১ কোটি ১০ লক্ষের কাজ কেড়ে নিয়েছে। বন্ধ করেছে লক্ষ লক্ষ ছোট ব্যবসা । উঠিয়ে দিয়েছে লক্ষ লক্ষ কারখানা। সরকারি ক্ষেত্রে নিয়োগ বন্ধ । গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব। যুব সমাজের বেকারত্ব ১৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৭ শতাংশ। যোগ্যতা অনুযায়ী কাজ মিলছে না, মিলবেও না ।  ২০২৫ এর মধ্যে নতুন কর্মসংস্থান তো দূর আরো ২০ কোটি ভারতীয় কাজ হারাবে।

   আপনি ভাবছেন ২০১৯'এ সরকারে কে বসবে। যেই বসুক, বেকারত্ব, অনাহার, দারিদ্র, স্বাস্থ্যহীনতা, মূল্যবৃদ্ধি, নারী নির্যাতন আরো আরো বাড়বে আর সমস্যা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য শাসক ও তার স্বার্থরক্ষাকারী প্রচার মাধ্যম কখনো হিন্দু-মুসলিম, কখনো মন্দির-মসজিদ, কখনো সন্ত্রাসবাদ-যুদ্ধ এই দিকে দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইবে।

   আপনি ভাবতে পারেন, ' আমাকে আমার মত থাকতে দাও ', ' ওসব রাজনীতির মধ্যে নেই বাবা '। কিন্তু সমস্যা আপনাকে ছাড়বে কি ?
সকল বেকারের চাকরির দাবি আদায়ে অল ইন্ডিয়া ডি ওয়াই ও আন্দোলনের আহ্বান নিয়ে এসেছে । ডাক দিয়েছে সংসদ অভিযানের ।

যুবক বন্ধুদের কাছে নেতৃত্বের আবেদন আপনার নিজের স্বার্থেই এই লড়াইয়ে সামিল হন কারণ লড়াই ছাড়া দাবি আদায়ের অন্য কোন পথ নেই। এই উপলক্ষে সুদূর দিল্লি থেকে কলকাতা সর্বত্র সংগঠনের কর্মীদের প্রচার তুঙ্গে। সংগঠন সূত্রে দাবি সমাজের সর্ব স্তর থেকে এই আন্দোলন কে সফল করতে তারা সাহায্য সহযোগিতা এবং উৎসাহ পাচ্ছেন। পার্লামেন্ট অভিযানের দিন উপস্থিত থাকতে পারেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা প্রকাশ রাজ।

2 comments:

  1. এই আন্দোলন আরো তীব্রতর করতে হবে।

    ReplyDelete
  2. general people should have focus for future india and instance to world and history.

    ReplyDelete

Theme images by 5ugarless. Powered by Blogger.