AIDSO এর নেতৃত্বে মেডিকেল ছাত্র আন্দোলনের জয়, সংগ্রামী ছাত্র দের অভিনন্দন নেতৃত্বের
অবশেষে ছাত্রছাত্রীরা 2000 টাকা করে বর্ধিত রেজিস্ট্রেশন ফী ফেরত পাচ্ছে তাদের অ্যাকাউন্ট নম্বরে । গত শিক্ষাবর্ষ পর্যন্ত রেজিস্ট্রেশন ফি বাবদ ছাত্রছাত্রীদের দিতে হত ২০০০ টাকা । কিন্তু এ বছর (2018-19) স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোরকম আলোচনা না করেই কোনো রকম নোটিফিকেশন ছড়াই একতরফা সিদ্ধান্ত নিয়ে এই ফি ১০০% বাড়িয়ে ৪০০০ টাকা করে দেয় । রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে গিয়ে ছাত্রছাত্রীরা এই বর্ধিত ফী র কথা জানতে পারে। শুধু তাই নয় আরো জানা যায় যে Form fillup সহ পরীক্ষার আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব TCS এর হাতে তুলে দিয়ে হেলথ উনিভার্সিটি হেলথ এডুকেশন কে Self financing মডেলএর আদলে গড়ে তুলতে চাইছে । সরকারের স্বাস্থ্যশিক্ষার পণ্যায়ণ এর নীতির বিরুদ্ধে All India DSO প্রথম থেকেই সরব ছিল ।
এই ফি বৃদ্ধির বিরুদ্ধে DSO ছাত্র আন্দোলন গড়ে তোলে । প্রতিবারের মতো এ ক্ষেত্রেও শাসকদলের ছাত্রসংগঠন TMCP মুখে কুলুপ এঁটে ছিল । কিন্তু All India DSO এর নেতৃত্বে ব্যাপক ছাত্রআন্দোলনের চাপে কর্তৃপক্ষ নতিস্বীকার করতে বাধ্য হয় । তারা ১৮/১২/২০১৮ তে নোটিশ দিয়ে জানায় যে সমস্ত বর্ধিত ফি প্রত্যাহার করা হল ও বর্ধিত ফি ছাত্রছাত্রীদের কে ফেরত দেওয়া হবে ।
এই জয় ছাত্রআন্দোলনের গুরুত্বপূর্ণ জয় । DSO সকল ছাত্রছাত্রীদের জানাই সংগ্রামী অভিনন্দন জানিয়েছে। ছাত্র নেতৃত্বের দাবি এই ঘটনা আবারও প্রমাণ করলো যে সঠিক আন্দোলনের শক্তির নেতৃত্বে শক্তিশালী আন্দোলনই দাবী আদায়ের একমাত্র পথ । আর একটি বিষয় লক্ষণীয় যে TMCP নেতারা এখন নির্লজ্জের মতো প্রচার করছে তাদের জন্যই ছাত্রছাত্রী রা এই টাকা ফেরত পাচ্ছে। প্রশ্ন হলো তাদের সরকার যখন ফী বাড়াচ্ছিলো সে খবর কি তারা জানতো না? নাকি ফী বৃদ্ধি কে সমর্থন করে চুপ করে থাকাই ছিল তাদের তথাকথিত নীরব আন্দোলন!
ইতোমধ্যেই, অনেকেই DSO এর গাইডেন্সে আবেদনপত্র লিখে ইউনিভার্সিটিতে তা জমা দেওয়ার পর তাদের ব্যাংক অ্যাকাউন্ট নং এ বর্ধিত ২০০০ টাকা ফেরত পেয়েছে । যারা এখনও পায়নি তাদের অবগতির জন্য জাননো হচ্ছে যে To The Register , The West Bengal University of Health Sciences এর ঠিকানায় একটি আবেদনপত্র লিখতে হবে আর সেখানে নিম্নোক্ত তথ্যগুলি উল্লেখ করতে হবে:-
1. Bank A/C No
2. Bank Name
3. Branch Name
4. IFSC Code
5. Name of Account Holder
তার সাথে সেই ছাত্র/ছাত্রী যে কলেজ বা ইউনিভার্সিটির একজন bonafide student, সেটার একটা ডকুমেন্টস(ইউনিভার্সিটি ফর্ম ফিলাপের ডকুমেন্ট/মানি রিসিপ্ট অথবা কলেজের আইডেন্টিটি কার্ড ইত্যাদি) এনক্লোজার হিসাবে দিতে হবে। সকলের সুবিধার জন্য একটি নমুনা আবেদনপত্র সাথে দেওয়া হলো।
No comments