পাশফেল চালু সহ ১২দফা দাবীতে আসামের শিলচরে এস ইউ সি আই এর বিক্ষোভ মিছিল
শিলচর মেডিক্যাল কলেজে নিউরোলজি, নেফ্রোলজি, ইউরোলজি বিভাগ চালু সহ চিকিতসা পরিষেবার উন্নতি,এন আর সি'র নামে হয়রানি বন্ধ করা, কাগজ কল চালু করা, পাস ফেল প্রথা পুনর্বার চালু করা, স্কুল কলেজের শূণ্য পদে নিয়োগ করা, চাষীদের সার , বীজ, কীটনাশক রেহাই মূল্যে প্রদান করা, দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ করা, ফসলের সহায়ক মূল্য প্রদান করা, শিলচর -সৌরাষ্ট্র মহাসড়কের কাজ সম্পন্ন করা, খাস, সিলিং সারপ্লাস,স্লাম ইত্যাদি জমিতে বসবাসকারীদের জমির পাট্টা প্রদান করা, মদ, জুয়া ,অশ্লীলতার প্রচার রোধ করা, রাজ্যের বেকারদের কর্মসংস্হানের ব্যাবস্থা করা ইত্যাদি দাবিতে এস ইউ সি আই ( কমিউনিস্ট ) দলের পক্ষ থেকে শিলচর শহরে বিক্ষোভ মিছিল ৷৷ ২২ ফেব্রুয়ারী ২০১৯ ৷৷
No comments