কথা রাখেনি বিজেপি সরকার...
কথা রাখেনি বিজেপির মহারাষ্ট্র সরকার,
পুণরায় আছড়ে পরবে কৃষকের স্রোত মুম্বই এ, আজ নাসিক থেকে যাত্রা শুরু।
প্রসঙ্গত কয়েক মাস আগে হাজার হাজার কৃষক কৃষি ঋণ মুকুবের দাবিতে লং মার্চের ডাক দিয়েছিল, তাতে অভূতপূর্ব সাড়া পড়েছিল গোটা দেশ জুড়ে, বাধ্য হয় সরকার দাবি পূরণের আশ্বাস দিয়েছিল। কিন্তু সরকার তার কথা রাখেনি তাই আন্দোলনের পথই বেছে নিল মহারাষ্ট্রের কৃৃষক রা।
No comments