গ্রামীণ ডাক্তারদের লালবাগ মহকুমা সম্মেলন
পি এম পি এ আই সংগঠনের লালবাগ মহকুমা ১ম সম্মেলন অনুষ্ঠিত হল । ডাঃ সৌমেন চ্যাটার্জি, ডাঃ গৌরাঙ্গ প্রামাণিক, ডাঃ তারিফ হোসেন, ডাঃ শামসুল হক, ডাঃ রবিউল আলম এর উপস্থিতিতে দুই শতাধিক প্রতিনিধি অংশ গ্রহণ করেন। এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ডাঃ নীলরতন নাইয়্যা। মুর্শিদাবাদ -জিয়াগন্জ, ভগবান গোলা ১ ও ২,লালগোলা ব্লক কমিটি গঠিত হয়
২৩/২/২০১৯।দাবী -৬ মাসের ব্লক হাসপাতাল গত ট্রেনিং রেজিস্টার্ড চিকিৎসক দিয়ে দিতে হবে ,ট্রেনিং শেষে সংসাপত্র দিতে হবে, যাদের নাম নথিভুক্ত হয়নি তাদের নাম নথিভুক্ত করতে হবে সহ একাধিক দাবীতে সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ১৮ ই মার্চ নবান্ন অভিযানে মহামিছিলে সমস্ত নন-রেজিস্টার্ড চিকিৎসক কলকাতার সমাবেশ সফল করার আহ্বান জানান নেতৃত্বে।
২৩/২/২০১৯।দাবী -৬ মাসের ব্লক হাসপাতাল গত ট্রেনিং রেজিস্টার্ড চিকিৎসক দিয়ে দিতে হবে ,ট্রেনিং শেষে সংসাপত্র দিতে হবে, যাদের নাম নথিভুক্ত হয়নি তাদের নাম নথিভুক্ত করতে হবে সহ একাধিক দাবীতে সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ১৮ ই মার্চ নবান্ন অভিযানে মহামিছিলে সমস্ত নন-রেজিস্টার্ড চিকিৎসক কলকাতার সমাবেশ সফল করার আহ্বান জানান নেতৃত্বে।
No comments