যাদবপুর বিশ্ববিদ্যালয় এ গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি DSO এর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচনের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এআইডিএসও, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সৌরভ ঘোষ আজ এক বিবৃতিতে বলেন-
ছাত্র সংসদ নির্বাচন চাই
"রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে রাজ্য সরকার ছাত্রদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদের দাবিতে আজকের আন্দোলনে ছাত্র ও অশিক্ষক কর্মচারীদের মধ্যে যে ঘটনা ঘটছে তা অনভিপ্রেত, দুঃখজনক। আমরা মনে করি, ছাত্রদের নির্বাচিত সংসদের গণতান্ত্রিক অধিকারের দাবিতে এই আন্দোলন শুধুমাত্র বিশেষ কোনো প্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে সরকারের চরম অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যব্যাপী শক্তিশালী আন্দোলন গড়ে তোলার প্রয়োজন।
রাজ্য সরকারের অগণতান্ত্রিক এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবং অবিলম্বে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আমরা সকল গণতান্ত্রিক চেতনা সম্পন্ন ছাত্র-শিক্ষক-অভিভাবক কে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।"
সংবাদদাতাঃ
সামসুল আলম
সহ-সভাপতি
অল ইন্ডিয়া ডিএসও, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
No comments