Header Ads

Header ADS

ভেনেজুয়েলাঃ মার্কিন ত্রাণ প্রত্যাখ্যান, চলছে সামরিক মহড়া

এযেন গরু মেরে জুতো দান! যে মার্কিন সাম্রাজ্যবাদ ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার নির্বাচিত মাদুরো সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উচ্ছেদ করতে চেয়েছিল, কিন্তু সেই ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং তারপর ওই দেশের ওপর অর্থনৈতিক অবরোধ জারি করে, সেই মার্কিন সাম্রাজ্যবাদ এখন ভেনেজুয়েলার মানুষের জন্য ত্রাণ পাঠাচ্ছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ওই ত্রাণকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। ফলে আমেরিকার পাঠানো ত্রাণ কলম্বিয়ার সীমান্তবর্তী শহর কুকুতায় আটকে আছে। অন্যদিকে, গত রবিবার থেকে মাদুরো সরকার বিশাল সামরিক মহড়া শুরু করেছে এবং আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ মহড়া চলবে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নিজেদের প্রস্তুতি জোরদার করার জন্য ভেনিজুয়েলা এ মহড়া চালাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক মহল।


‘মার্কিন ত্রাণ গ্রহণ করে আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও লেবানন ধ্বংস হয়েছে।’ ভেনেজুয়েলার  প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাজধানী কারাকাসে শনিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগের দিন তিনি আমেরিকার পাঠানো ত্রাণকে ‘লোক দেখানো মানবিকতা’ বলে উল্লেখ করেছিলেন। প্রেসিডেন্ট মাদুরো বলেন, আমেরিকা ত্রাণের নামে ভেনিজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করতে চায়। তার দেশ ভিক্ষুক নয়, সুতরাং মার্কিন ত্রাণ তাদের দরকার নেই।

প্রসঙ্গত, সামরিক ক্যু ব্যর্থ হওয়ার পর মার্কিন সাম্রাজ্যবাদ ও তার সহযোগী সাম্রাজ্যবাদী দেশগুলি   ভেনেজুয়েলায় নতুন নির্বাচন দাবি করে। কিন্তু প্রেসিডেন্ট মাদুরো তা না মানায় ঐ দেশটির ওপর  অবরোধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। 

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দেশটিতে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এ ছাড়া গুইদোকে সমর্থন দিয়েছে ল্যাটিন আমেরিকার কিছু দেশ ও কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ।

অন্যদিকে, নিকোলাস মাদুরোকে চীন, রাশিয়া, ইরান, তুরস্ক ও মেক্সিকোসহ আরো কিছু দেশ সমর্থন জানিয়েছে।
এদিকে গত রবিবার থেকে চলছে সামরিক মহড়া। মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাদুরো মধ্যাঞ্চলীয় মিরান্ডা রাজ্যে সেনাদের অবস্থান ও সামরিক সরঞ্জামাদি ঘুরে দেখেন। সেনা সামাবেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট মাদুরো বলেন, এবারের এ মহড়া ভেনিজুয়েলার গত ২০০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহড়া। সামরিক বাহিনীকে অবশ্যই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। এজন্য তিনি দেশের সাধারণ মানুষকেও প্রস্তুত থাকার আহ্বান জানান।  

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.